Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

CPIM:চিটফান্ড সংস্থার টাকা ফেরৎ পেতে বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

CPIM
CPIM

 

কলকাতা : সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থায় টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন সেই আমানতকারী ও এজেন্টদের বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হল ৷ আমানতকারীদের পাশে দাঁড়ানো বাম নেতারা আজ বলেন, যত বেশি বাম প্রার্থীরা জিতবে, প্রতারিতদের টাকা ফেরত পাওয়াটাও তত সহজ হবে ৷

সুজন চক্রবর্তী ও আবদুল মান্নানরা প্রতারিত আমানতকারী ও এজেন্টদের সংগঠিত করেছিলেন। তাঁদের হয়ে আইনি লড়াই লড়েছেন বিকাশ ভট্টাচার্যরা। প্রতারিতদের সংগঠন চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরাম দমদম কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী ও হাওড়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সব্যসাচী চক্রবর্তী-সহ বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিন চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের মঞ্চের তরফে বিকাশ ভট্টাচার্য বলেন, "সংসদে বামেরা দুর্বল বলে প্রতিবাদটাও দুর্বল। সংগঠিত করা যাচ্ছে না। যত বেশি বাম প্রার্থী জিতিয়ে পাঠাতে পারবেন তত সহজ হবে আপনাদের টাকা ফেরানোর প্রক্রিয়া।

বিকাশবাবু বলেন, “মোদী বলেছেন টাকা দেবেন। এর আগে অমিত শাহ বলেছিলেন। বিভ্রান্ত হবেন না এদের কথায়। এরা মিথ্যা বলে। নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সব অংশে বাম প্রার্থীদের জেতান। শুরু থেকেই চিটফান্ড প্রতারিতদের পাশে থেকেছেন সুজন চক্রবর্তীরা।"

দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, "প্রতারকরা যে সর্বনাশ করেছে তার অবসান হতে হবে। টাকা ফেরত চাই, প্রতারকদের শাস্তি চাই। আদালতে বিকাশ ভট্টাচার্য যোগ্য নেতৃত্ব দিয়েছেন৷ রাস্তায় আমরা ছিলাম। কেন্দ্রের ইডি যে বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে, সেটা প্রতারিতদের ফেরত দেবে না বলছে।”

সুজনবাবু বলেন, “রাজ্য সরকার জানিয়েছে, টাকা ফেরানোর দায়িত্ব নেবে না। দু'জনের অবস্থান স্পষ্ট৷ এরা কেউ এটা চায় না। লড়াইটা রুটি, রুজির। লড়াইটা ভাব দেখানোর লড়াই না। আপনারা সব স্পষ্ট বোঝেন। দায়িত্ব নিন৷ দুই প্রতারক দিল্লি ও রাজ্য, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।"

 কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সেই দাবি করা হল সংগঠনের তরফে । উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য-সহ অন্যান্যরা ।


You might also like!