kolkata

1 year ago

Kolkata :বাইপাস লাগোয়া কাদাপাড়ার জুটমিল আগুন! ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

Bypass nearby mud mill fire! 10 fire engines at the scene
Bypass nearby mud mill fire! 10 fire engines at the scene

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সাতসকালে কাদাপাড়ায় আগুন। মঙ্গলবার সকালে ৯৩ নারকেলডাঙা মেন রোডে একটি জুটমিলে আগুন লাগে।ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আতঙ্কিত ওই জুটমিলের শ্রমিকরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ওই বাইপাস সংলগ্ন জুটমিলের গুদামে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। মাত্র কিছুক্ষণের মধ্যে গোটা গুদামঘরটিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে আগুন নেভানোর কাজ।

কীভাবে ওই গুদামঘরে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত আগুন নেভানোই মূল লক্ষ্য দমকল কর্মীদের। কয়েক লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত শ্রমিকরা।


You might also like!