kolkata

1 year ago

Abhishek Banerjee: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করল বিজেপি! মুখোমুখি সমঝোতার সময় জানিয়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখা হবে সামনাসামনি! হ্যাঁ বঙ্গ রাজনীতিতে এবার এমনই পরিস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে নিতে তৎপর হল বিজেপি। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার আর্থিক বরাদ্দ সংক্রান্ত তথ্য জানতে সম্মখ সমরে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কোথায়, কখন দেখা করা যাবে তা জানতে চাইল গেরুয়া শিবির। অভিষেক জলপাইগুড়ির ময়নাগুড়ির সভাস্থলে শ্বেতপত্র নিয়ে দেখা করার কথা জানালেন। 
বৃহস্পতিবার সকালে X হ্যান্ডলে একটি দাবি নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকী ‘ওয়ান টু ওয়ান’ বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তৃণমূল নেতা।
এর কিছুক্ষণের মধ্যেই অভিষেকের চ্যালেঞ্জকে গ্রহণ করে বিজেপি। গেরুয়া শিবির এক্স হ্যাণ্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে এবং তাতে লেখা হয় “আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান। আমরা আমাদের যুব মোর্চার কোনও এক কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত বিজ্ঞাপন পড়ে নিন।” ওই বিজ্ঞাপনের সঙ্গে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা জানানো হয়। এবং প্রসঙ্গে রাজ্যসরকারের অসহযোগিতায় বাংলার মানুষ কোন কোন প্রকল্প থেকে বঞ্চিত তা তুলে ধরা হয়। বিজ্ঞাপনসহ ওই পোস্টটি রিপোস্ট করে অভিষেক বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসার কথা বলেন। এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন ‘দেখা হবে।’
তৃণমূলের ‘অধিকার যাত্রা’বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে কোন বিজেপি নেতা দেখা করতে আসবেন এবং কী নথিপত্র দেখান তিনি, সেদিকেই এখন নজর সকলের। 

You might also like!