কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: শেখ শাহজাহানের গ্রেফতারিতে খুশি ব্যক্ত করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। শান্তনু দাবি করেছেন, "শেখ শাহজাহানের গ্রেফতারি প্রমাণ করল, আমাদের সরকার প্রশাসনিক পদ্ধতিতে ''রাজধর্ম'' অনুসরণ করে।" তিনি আরও বলেছেন, "আমরা পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয়া মল্লিকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি, একইভাবে শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে।"
শান্তনু সেন আরও বলেছেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আদালতের স্থগিতাদেশের কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। স্থগিতাদেশ অপসারণের ৩-৪ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। একদিকে, অভিযুক্ত নেতারা প্রকাশ্যে বিজেপি-শাসিত রাজ্যে ঘুরে বেড়ায় এবং অন্যদিকে আমাদের প্রশাসন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রমাণ থাকলে তাদের ছাড় দেয় না। বিজেপির উচিত তৃনমূল কংগ্রেসের থেকে ''রাজধর্ম'' শেখা।"