kolkata

1 year ago

Sandeshkhali :শেখ শাহজাহানে গ্রেফতারির পর সন্দেশখালি জুড়ে অশান্তির মেঘ, রুটমার্চ পুলিশের

After the arrest of Sheikh Shahjahan, a cloud of unrest across Sandeshkhali, the police's root march
After the arrest of Sheikh Shahjahan, a cloud of unrest across Sandeshkhali, the police's root march

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল সন্দেশখালিকে। শেখ শাহজাহানে গ্রেফতারির পর নতুন করে ২৩টি স্থানে জারি ১৪৪ ধারা। এখনও থমথমে দ্বীপাঞ্চল। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। টহল দিচ্ছে ব়্যাফ। বসিরহাট মহকুমা আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশে পুলিশে ছয়লাপ আদালত চত্বর।

বুধবার রাতে সন্দেশখালির মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। লঞ্চে করে আনা হয় ন্যাজাটে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। আপাতত কোর্ট লকআপে রাখা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। বিঘার পর বিঘা জমি ও ভেড়ি দখল, নারী নির্যাতন-সহ তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। বলে রাখা ভালো, এর আগে শেখ শাহজাহানের সাগরেদ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গত ৫ জানুয়ারি তাঁর খোঁজে সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে যান ইডি আধিকারিকরা। দুটি মোবাইল নম্বরে বার বার তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি নম্বর দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। তবে আরেকটি নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। ইডির কথা শুনেই ফোন কেটে দেন শেখ শাহজাহান। তার কিছুক্ষণের মধ্যেই কয়েকশো লোক জমা হয়ে যায়। মারধর করা হয় ইডি আধিকারিকদের। ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ভাঙচুর করা হয়। তার পর থেকেই ফাঁকা সাম্রাজ্য। এলাকাছাড়া হয়ে যান সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। দফায় দফায় জ্বলে ওঠে সন্দেশখালির গ্রামের পর গ্রাম।  কোথায় রয়েছেন শেখ শাহজাহান, তা নিয়ে টানাপোড়েন কিছু কম হয়নি। জল গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে। টানাপোড়েনের শেষে শেষমেষ গ্রেপ্তার শাহজাহান। স্বস্তিতে স্থানীয়রা।


You might also like!