kolkata

1 year ago

Kolkata Book Fair 2024: কলকাতা বইমেলায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার বই কিনেছেন এক ব্যাক্তি

Kolkata Book Fair 2024 (File picture)
Kolkata Book Fair 2024 (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার শেষ হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪। এই বইমেলাতে প্রায় ৩০ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। ২৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এ বার এক জন ব্যক্তি ৩ লক্ষ ১৫ হাজার টাকা বই কিনেছেন বলে গিল্ড সূত্রের খবর। গত বছর বইমেলায় এসেছিলেন ২৫ লক্ষ মানুষ। সেই তুলনায় এ বার লোক সমাগম বাড়ায় খুশি গিল্ডের কর্তারা।

শেষ দিনে বইপ্রেমীদের ভিড় বেড়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। পুলিশ সুত্রের হিসাব বলছে, প্রায় ২ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। গিল্ডের তরফে জানানো হয়েছে, শনি-রবিবার আড়াই-তিন লক্ষ মানুষের সমাগম হয়েছে বইমেলায়। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, ‘বইয়ের প্রতি মানুষের ভালোবাসা যে কমেনি, পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে।’

You might also like!