দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার শেষ হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪। এই বইমেলাতে প্রায় ৩০ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। ২৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এ বার এক জন ব্যক্তি ৩ লক্ষ ১৫ হাজার টাকা বই কিনেছেন বলে গিল্ড সূত্রের খবর। গত বছর বইমেলায় এসেছিলেন ২৫ লক্ষ মানুষ। সেই তুলনায় এ বার লোক সমাগম বাড়ায় খুশি গিল্ডের কর্তারা।
শেষ দিনে বইপ্রেমীদের ভিড় বেড়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। পুলিশ সুত্রের হিসাব বলছে, প্রায় ২ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। গিল্ডের তরফে জানানো হয়েছে, শনি-রবিবার আড়াই-তিন লক্ষ মানুষের সমাগম হয়েছে বইমেলায়। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, ‘বইয়ের প্রতি মানুষের ভালোবাসা যে কমেনি, পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে।’