দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ বুধবার ১৪ ই ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে।
আগামীকালও চলবে ঝড়-বৃষ্টির দাপট। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি কলকাতা-সহ সব দক্ষিণবঙ্গের জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। ভ্যালেন্টাইন্স ডে-র দিন উষ্ণতাও বাড়বে আবহাওয়ার।