কিশতওয়ার, ১৭ আগস্ট : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে পুরোদমে চলছে উদ্ধারকাজ। মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে অনুসন্ধান ও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন। হড়পা বানে ইতিমধ্যেই ৬০ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা বহু।
এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। আগামী ১৯ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়। এই সময়ে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের আশঙ্কার কথাও জানানো হয়েছে। জম্মু, রিয়াসি, উধমপুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়া, ডোডা, কিশতওয়ার, রামবান জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।