দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিক্সে চমকে দিলেন ভারতের কুস্তিগির বিনেশ ফোগাট। বিশ্বের এক নম্বর তথা গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন তিনি। গোটা সময় পিছিয়ে থেকেও প্রায় শেষ মুহূর্তে এক প্যাঁচে জিতলেন ৩-২ পয়েন্টে বিনেশ। ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন। পদক থেকে আর মাত্র একধাপ দূরে থাকলেন তিনি!
উল্লেখ্য,আগের বছর ভারতীয় কুস্তির জগতে একদম টালমাটাল অবস্থা ছিল। সেসময়ের কুস্তির কর্তা ব্রিজভূষণ শরণ সিংহের মহিলা কুস্তিগির নির্যাতনের বিরুদ্ধে যাঁরা আন্দোলনে নেমেছিলেন, তাঁদের অন্যতম মুখ ছিলেন বিনেশ। দিল্লির যন্তর-মন্তরে অনেকদিন ধর্না দিয়েছিলেন তাঁরা। ঠিক আগের বছরে এইসব কারণে প্রস্তুতির অনেকটা সময় নষ্ট হয়। শেষে ব্রিজভূষণ ইস্তফা দেন আর নতুন করে নির্বাচন হয়। সেই নির্বাচনে জেতা সভাপতি নির্বাচিত হওয়া সঞ্জয় সিংহকে নিয়েও খুশি ছিলেন না বিনেশরা তবে অলিম্পিক্সে প্রস্তুতির কারণে আর আন্দোলন করতে চাননি আর বিদেশে প্রস্তুতি নিতে চলে যান বিনেশ! ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে বিনেশের পাশে যাঁরা ছিলেন অর্থাৎ বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি তাই একা বিনেশের উপরেই ছিল জবাব দেওয়ার। সেই জবাব তিনি এখন দিলেন কুস্তির ম্যাটে।
🔟 seconds to go. Trailing by 2️⃣ points. #VineshPhogat with a comeback for the ages!#Cheer4Bharat & watch the Olympics LIVE on #Sports18 & stream FREE on #JioCinema📲#OlympicsonJioCinema #OlympicsonSports18 #JioCinemaSports #Wrestling #Olympics pic.twitter.com/IHPo39Ec5E
— JioCinema (@JioCinema) August 6, 2024