Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : বোধনের আগেই শহরের রাজপথে জন জোয়ার, যানজট এড়াতে তৃতীয়ার দুপুরের পর থেকে বাড়তি নজর পুলিশের

Crowds in the streets of the city (File picture)
Crowds in the streets of the city (File picture)

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয়ার সন্ধের পর কলকাতার একাংশে গাড়ি চলাচল কার্যত থমকে গিয়েছিল, একদিকে পুজোর কেনাকাটা আর অন্যদিকে ঠাকুর দেখা দুয়ে মিলে শহরের রাজপথ কার্যত জনস্রোতের রুপ নেয়েছে। উমার বোধনের আগেই ভিড়ের এ হেন অবতারে হিমশিম খেতে হচ্ছে পুলিশ-প্রশাসনকেও। নাকাল হতে হয়েছে ঘরমুখী আমজনতাকে। এমন নাজেহাল পরিস্থিতি এড়াতে তৃতীয়ায় দুপুরের পর থেকেই পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ করে রাজপথে যাতে গাড়ির চাকা গড়ায়, সে দিকে বাড়তি নজর দিচ্ছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ভিড়প্রবণ এলাকায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশকর্মী।

মহালয়ার সন্ধ্যা থেকেই কলকাতার একাংশে ভিড়ের ছবি প্রকাশ্যে এসেছে। কয়েকটি মণ্ডপে দর্শনার্থীদের ভিড় মনে করিয়েছে অষ্টমীর রাতের কথা। এর মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। শুধু শ্রীভূমি নয়, দক্ষিণ কলকাতার কয়েকটি মণ্ডপেও প্রতিপদ, দ্বিতীয়াতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধে গড়িয়ে যত রাত বেড়েছে, ততই ভিড়ের বহর উত্তোরোত্তর বেড়েছে। এ বার মহালয়ার আগেই কয়েকটি পুজোর উদ্বোধন হয়েছে। ফলে পুজোর দিনগুলোয় ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ঠাকুর দেখতে বেরিয়েছেন। কিন্তু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা সম্ভব হয়নি। শহরের কয়েকটি নামকরা পুজোর এখনও উদ্বোধন হয়নি। তা সত্ত্বেও সেখানে ভিড় জমিয়েছেন বহু দর্শনার্থী। এর জেরেই ভিড় বাড়ছে রাজপথে।

তবে শুধু ঠাকুর দেখার জন্যই যে ভিড় বাড়ছে, তা কিন্তু নয়। শেষ মুহূর্তের কেনাকাটা করতেও ভিড় জমাচ্ছেন বহু মানুষ। পুজোর শেষ রবিবারে ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান চত্বরে জনস্রোত নেমেছিল। সন্ধ্যার পর ওই এলাকাগুলিতে গাড়ির চাকা গড়ানোই মুশকিল হয়েছিল। ফলে তীব্র যানজট তৈরি হয়। দ্বিতীয়ার সন্ধ্যার পরও সেই একই হাল ছিল শহরের। যানজট হয় হাওড়া ব্রিজ, গিরিশ পার্ক মুখী সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্টগামী মা উড়ালপুল, গড়িয়াহাট রোডে।

উল্লেখ্য, এখনও পুজোর ছুটি শুরু হয়নি। ফলে বিকেলের পর অফিসফেরতদের ভিড় থাকে। সেই সঙ্গে পুজোর কেনাকাটা এবং ঠাকুর দেখার ভিড়। এই তিন ভিড় সামলে শহরের রাজপথকে ছন্দে ফেরানোই এখন চ্যালেঞ্জ প্রশাসনের।

You might also like!