দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা আর কটা দিন তার পরই সূচনা হবে দেবী পক্ষের, দেবীপক্ষের ভোর টা আপামর বাঙালির অবশ্যই শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার মধ্য দিয়ে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।
দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। কে হবেন দেবী দুর্গা, কার কনটেন্ট কত ভাল হবে? দুর্গা ছাড়াও অন্যান্য দেব -দেবী কিংবা দুর্গার অন্যান্য রূপে কারা অভিনয় করবেন এই নিয়ে থাকে কৌতূহল। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক। দুর্গার কথা জানলেই, মনে প্রশ্ন ওঠে কাকে দেখা যাবে দেবাদিদেব মহাদেবের চরিত্রে।
এবছর জি বাংলার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান' নবপত্রিকায় দেবীবরণ'-এ মহাদেব সাজবেন 'ফুলকি'-র রোহিত অর্থাৎ অভিষেক বসু। স্টার জলসার অনুষ্ঠান 'যা দেবী সর্বভূতেষু'-তে শিব রূপে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণু। অন্যদিকে কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠান 'দেবীপুরাণ'-এ শিব, সম্রাট মুখোপাধ্যায়।
মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। মনে করা হয়, সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়, এবং সেই দিন থেকেই দুর্গাপুজোর সূচনা হয়। এই দিন মায়ের চক্ষুদান করা হয়। এই বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর (২৬ আশ্বিন), শনিবার।