দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাইয়ের দীর্ঘায়ু কমনা করে ভাই বোনের সম্পর্ক কে আরো মধুর করে তোলার উৎসব ভ্রাতৃদ্বিতীয়া। সস্নিহে চন্দনের ফোঁটাই হোক বা ধান দূর্বা দিয়ে আশীর্বাদ ই হোক এ সম্পর্কের বাঁধন দিন প্রতিদিন দৃড় থেকে দৃড়তর হয়।
হিন্দুশাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে এলে বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয় টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন।
আজ, ২৭ অক্টোবর, বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়া।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—
দ্বিতীয়া তিথি আরম্ভ– বাংলার –৯ কার্তিক, বুধবার। ইংরেজি– ২৬ অক্টোবর, বুধবার। সময়– দিবা ঘ ২ টো ৪৪ মিনিট।
দ্বিতীয়া তিথি শেষ– বাংলার– ১০ কার্তিক, বৃহস্পতিবার। ইংরেজি– ২৭ অক্টোবর, বৃহস্পতিবার। সময়– দিবা ঘ ১২টা ৪৬ মিনিট।