Entertainment

2 hours ago

sanjay dutt: ত্রিশলার প্রতি সঞ্জয়ের রাগের ঝাঁঝ, “মেরে ঠ্যাং খোঁড়া করে দেব” বলার পেছনে কী লুকিয়ে আছে?

Sanjay Dutt Daughter Trishala  Dutt
Sanjay Dutt Daughter Trishala Dutt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঠাকুরদা-ঠাকুমা ছিলেন অভিনেতা, বাবাও একই জগতের মানুষ। তাই ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল রিচা শর্মা ও সঞ্জয় দত্তের একমাত্র কন্যা ত্রিশলার। বাবা-মেয়ের সম্পর্ক সব সময়ই ছিল গভীর ভালোবাসা আর মজবুত বন্ধনে গাঁথা। কয়েক বছর আগে ত্রিশলা যখন বাবাকে জানিয়েছিলেন যে তিনিও অভিনেত্রী হতে চান, তখনই সঞ্জয় স্পষ্টভাবে আপত্তি জানান। রাগের মাথায় তিনি বলে বসেন, “যদি আমার মেয়ে অভিনয়কে পেশা হিসেবে নেয়, তাহলে আমি ওর ঠ্যাং খোঁড়া করে দেব।”

বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেতাকে তাঁর মেয়েকে নিয়ে কী স্বপ্ন সে ব্যাপারে জিজ্ঞেস করতে সোজাসাপ্টা জানান, মেয়ে অভিনেত্রী হোন চান না তিনি। অধিকাংশ তারকা-সন্তানই বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। কেউ সাফল্য পান, কেউ পান না।

প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, “আমার মনে হয়, ত্রিশলা তাঁর কেরিয়ারে বেশ ভালই এগোচ্ছে। এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তা ছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।”

তাঁর বরাবর ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করুন। যদিও অভিনেতা কন্যার এফবিআই আধিকারিক হয়ে ওঠা হয়নি। এই মুহূর্তে আমেরিকায় সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন তিনি। ত্রিশলার অন্য পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সঞ্জয় সেই সাক্ষাৎকারে বলেন, ‘‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি নিশ্চিন্ত। যথেষ্ট ভাল কেরিয়ার ওর।’’

You might also like!