Entertainment

1 hour ago

Ben Stiller: ‘Severance’ সিজন ৩-এ আর পরিচালক নন বেন স্টিলার, নতুন অধ্যায়ে জনপ্রিয় অভিনেতার পথচলা!

Ben Stiller
Ben Stiller

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বেন স্টিলার জানিয়েছেন, আসন্ন ‘Severance’ সিজন ৩-এ তিনি আর পরিচালকের আসনে থাকছেন না। এর আগে সিরিজটির মোট ১৯টি এপিসোডের মধ্যে ১১টি নিজে পরিচালনা করেছিলেন তিনি, যেগুলির মধ্যে বেশ কয়েকটি পেয়েছিল এমি নমিনেশনও। তবুও নতুন মরশুমে স্টিলার আর ক্যামেরার পেছনে নয়, বরং প্রযোজকের আসনে থাকবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টিলার জানান, কাজের চাপই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বয়স ৬০-এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি মনে করছেন সময়কে আরও ফলপ্রসূভাবে কাজে লাগানো জরুরি। বর্তমানে তাঁর হাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম ব্যক্তিগত ডকুমেন্টারি Stiller & Meara: Nothing Is Lost, যা তাঁর প্রয়াত বাবা-মা জেরি স্টিলার ও অ্যান মিরাকে উৎসর্গ করে তৈরি এবং অক্টোবর ২০২৫-এ মুক্তি পাবে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি নতুন ছবি বানানোর পরিকল্পনা রয়েছে তাঁর, যেখানে এক মার্কিন বিমানচালকের নাৎসি-অধিকৃত ফ্রান্সে টিকে থাকার কাহিনি তুলে ধরা হবে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত Meet the Parents সিরিজের চতুর্থ সিনেমা Focker In-Law-এর কাজও হাতে রয়েছে। এখানে রবার্ট ডি নিরো, ব্লাইথ ড্যানার, টেরি পলো ও ওউন উইলসনের মতো অভিনেতাদের সঙ্গে থাকছেন নতুন সংযোজন আরিয়ানা গ্রান্ডে। পরিচালনার দায়িত্ব থেকে সরে গেলেও স্টিলার শো-টির সঙ্গে থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। তাঁর কথায়, গত আট মাস ধরে পুরো টিম একসঙ্গে কাজ করছে এবং লেখক-পরিচালকরা নতুন মরশুমের জন্য দারুণ পরিকল্পনা করেছেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, 'Severance' সিজন ৩ আগের থেকে আরও ভালো হবে।” 



পরিচালক হিসেবে স্টিলারের ফিল্মোগ্রাফি যথেষ্ট সমৃদ্ধ। সীমিত ধারাবাহিক Escape at Dannemora তাঁকে এনে দিয়েছিল দুটি এমি নমিনেশন এবং একটি ডিজিএ পুরস্কার। এছাড়া তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে The Secret Life of Walter Mitty, The Cable Guy, Zoolander (প্রথম ও দ্বিতীয় পর্ব) এবং বহুল আলোচিত Tropic Thunder। অভিনেতা হিসেবেও তিনি সমান জনপ্রিয়। নেটফ্লিক্সের Happy Gilmore 2-এ অ্যাডাম স্যান্ডলারের বিপরীতে অভিনয় করছেন তিনি, পাশাপাশি হুলুর Nutcrackers নামের হলিডে কমেডিতেও তাঁকে দেখা যাচ্ছে। গত বছর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যার প্রথম প্রদর্শনী হয়েছিল। আরও রয়েছে The Meyerowitz Stories, Greenberg, Night at the Museum সিরিজ, Dodgeball ও There’s Something About Mary-র মতো জনপ্রিয় ছবি। শিগগিরই আসছে তাঁর নতুন কমেডি Dink, যা অ্যাপেল টিভি প্লাস অধিগ্রহণ করেছে।

স্টিলারের এই সিদ্ধান্তে কিছু ভক্ত যদিও হতাশা প্রকাশ করেছেন, তবে তিনি নিজে আশ্বাস দিয়েছেন, গল্প ও নির্মাণের মান নিয়ে কোনো আপস হবে না। আলোচনায় উঠেছে, আগের মরশুমে কাজ করা পরিচালকদের মধ্য থেকেই কেউ হয়তো এবার দায়িত্ব নেবেন। এখন দেখার বিষয়, কতটা সফলভাবে দর্শকদের মন জয় করতে পারে 'Severance' সিজন ৩

You might also like!