Entertainment

1 hour ago

Janhvi Kapoor news:‘ভারত মাতা কি জয়’ স্লোগান ঘিরে বিতর্ক, কী বললেন জাহ্নবী?

Bharat Mata Ki Jai controversy
Bharat Mata Ki Jai controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দহিহান্ডি উৎসবে হাঁড়ি ভাঙার সময় শোনা গেল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। জাহ্নবীর এই দেশপ্রেমী আবেগ দেখে চমকে গিয়েছিলেন অনেকে। নেটিজেনদের কটাক্ষও শুরু হয়। তবে চব্বিশ ঘণ্টা পেরোতেই তার জবাব দেন অভিনেত্রী।

ইনস্টা স্টোরিতে ওই ঘটনার একঝলক শেয়ার করেন। সঙ্গে লেখেন, ভিডিওর পরিপ্রেক্ষিতে…। সঙ্গে তিনি আরও লেখেন, ‘উনি বলার পর যদি না বলতাম তাতে সমস্যা। আবার বলেছি বলে ভিডিও কাটাছেঁড়া করে মিম তৈরি করছে।’ এরপর একটি হাসির ইমোজি জুড়ে দেন। সমালোচকদের বিরুদ্ধে গর্জে উঠে জাহ্নবী আরও লেখেন, ‘শুধু জন্মাষ্টমী নয়। রোজ ‘ভারত মাতা কি জয়’ বলব।’
প্রসঙ্গত, গত শনিবার দেশজুড়ে জন্মাষ্টমী পালন করা হয়। আর রবিবার ছিল নন্দোৎসব। ওইদিন সাধারণত দহিহান্ডি ভাঙার রীতি রয়েছে। ‘পরম সুন্দরী’ ছবির প্রোমোশনের ফাঁকে মুম্বইতে দহিহান্ডির অনুষ্ঠানে যোগ দেন জাহ্নবী। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যত বিতর্ক। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অনুষ্ঠানের ভিডিও। তাতে দেখা গিয়েছে, অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা। জাহ্নবীর হাতে নারকেল। দহিহান্ডি উৎসবে হাঁড়ি ভাঙছেন ‘পরম সুন্দরী’। মুখে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। এই ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব। খামোখা কেন দহিহান্ডি অনুষ্ঠানে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিলেন, তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন সকলে। কেন্দ্রের বিজেপি সরকারকে ‘তুষ্ট’ করতে জাহ্নবী ‘মেকি’ দেশপ্রেম দেখিয়েছেন বলেই দাবি নেটিজেনদের একাংশের। তারই জবাব দিলেন অভিনেত্রী। শুধু জন্মাষ্টমী নয়। রোজই ‘ভারত মাতা কি জয়’ বলবেন বলে হুঙ্কারও দিয়েছেন তিনি।

You might also like!