Country

3 hours ago

Partha Chatterjee Bail: পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রার ইতি? ইডি ও সিবিআই মামলায় শীর্ষ আদালতের জামিনের নির্দেশ!

Partha Chatterjee
Partha Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় আগেই জামিন মিলেছিল, এবার সিবিআইয়ের মামলাতেও সোমবার জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে একাধিক মামলা ঝুলে থাকায় এখনও প্রেসিডেন্সি জেলের অন্দরে রয়েছেন তিনি। আইনজীবীদের মতে, ইডি ও সিবিআইয়ের মামলায় জামিন হলেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আরও কয়েকটি মামলা বাকি থাকায় আপাতত তাঁর জেলমুক্তি অনিশ্চিত।

জানা গিয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল। তাঁর আইনজীবী জানান, ইডি যে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল, সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন। এবার তাঁকে সিবিআই মামলাতেও জামিনে দেওয়া হোক। যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল। কিন্তু তিনবছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ মামলার তদন্ত নতুন কোনও সূত্র উঠে আসেনি বলে দাবি করেন পার্থর আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যর জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।

আইনজীবীদের একাংশের মত, ইডি ও সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেও এখনই জেলমুক্তি নাও হতে পারে। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও বেশ কয়েকটি মামলা রয়েছে। যদিও আরেকাংশের মত, ইডি ও সিবিআইয়ের শর্ত মেনে জামিন হওয়া বেশ ইতিবাচক। বাকি মামলাগুলিতেও সহজে জামিন মিলবে বলে আশা পার্থর ঘনিষ্ঠ মহলের। ফলে জেলমুক্তি আর বেশি দূরে নয়।

You might also like!