Entertainment

2 hours ago

Arijit Singh :অবশেষে বিতর্ক মিটল, এসরাজ শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষী

Arijit Singh
Arijit Singh

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :অবশেষে জল্পনার ইতি ঘটল। বোলপুরে শুটিং চলাকালীন যাতায়াতে বাধা এবং হেনস্তার অভিযোগ ওঠে প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র বিতর্ক। শনিবার রাতে শান্তিনিকেতন থানায় দুই পক্ষকেই ডেকে বসান ওসি-সহ স্থানীয় পুলিশ আধিকারিকেরা। দীর্ঘ কয়েক ঘণ্টার আলোচনার পর অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এর পরেই কমলাকান্ত লাহা তাঁর দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন। পাশাপাশি, শুটিং চলাকালীন যাতে বোলপুর-শান্তিনিকেতনের স্থানীয়রা কোনও সমস্যায় না পড়েন, সেই মর্মে মুচলেকা জমা দেন শুটিং কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ১৪ আগস্ট শান্তিনিকেতন সুভাষপল্লির বাসিন্দা এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, রাস্তা আটকে চলছিল শুটিং। সেই সময় ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। তালতোড় এলাকায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের শুটিং চলছিল। সেই সময় তিনি রাস্তায় যেতে গেলে শারীরিকভাবে ধাক্কাধাক্কি ও হেনস্তা করেন তাঁরই এক দেহরক্ষী। এমনকি চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়। খোয়া যায় হাতের সোনার আংটিও। আর অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।
সোশাল মিডিয়া জুড়ে চলে জোর চর্চা। সেই আবহে দু’পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেহরক্ষীর কাছে মুচলেকা নিয়েই বিতর্ক নিষ্পত্তি করা হয় বলেই পুলিশ সূত্রে জানা যায়। অরিজিৎ সিংয়ের দেহরক্ষী আকাশ সোনার বলেন, “একটা অন্যায় ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ঘটনার জন্য আমি লজ্জিত।” অন্যদিকে, অভিযোগকারী কমলাকান্ত লাহা বলেন,”দু’পক্ষের মধ্যে আলোচনার পরেই শান্তিনিকেতন থানায় মীমাংসা হয়েছে। বারবার ভুল হয়েছে বলার পরে আমিও শিল্পী এমন অবাঞ্ছিত ঘটনায় অভিযোগ প্রত্যাহার করেছি।”

You might also like!