Game

3 hours ago

Al Hilal sign Nunez:৫৩ মিলিয়ন ইউরোয় লিভারপুল থেকে নুনেজকে নিল আল হিলাল

Nunez transfer from Liverpool
Nunez transfer from Liverpool

 

লিভারপুল, ১০ আগস্ট : চলতি মরসুমের দলবদলে বাজিমাত করলো আল হিলালএসি মিলানের মতো ক্লাবকে টপকে দলে নিল উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে। শনিবার তিন বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের জায়ান্ট ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন লিভারপুলের এই তারকা

২৬ বছর বয়সী নুনেজকে দলে নিতে আল হিলালকে খরচ করতে হয়েছে ৫৩ মিলিয়ন ইউরো।

২০২২ সালের জুনে ৬৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে নুনেজকে নিয়েছিল লিভারপুল। এই স্ট্রাইকারকের কাছে লিভারপুলের অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি, বলছেন লিভারপুলের আধিকারিকরা। ১৪৩ ম্যাচে ৪০ গোল করেই লিভারপুল অধ্যায় শেষ করলেন তিনি। গত মরসুমে অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পেলেও তিনি খেলেছেন মাত্র ৮টি ম্যাচ

You might also like!