শ্রীনগর, ১৮ আগস্ট : জম্মু ও কাশ্মীরে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জম্মুর পাশাপাশি কাশ্মীর বিভাগের বিভিন্ন অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু বিভাগের কিছু অংশ, যেমন জম্মু, রিয়াসি, উধমপুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডোডা, কিশতওয়ার, রামবান এবং কাশ্মীর বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ২০ আগস্ট থেকে বদলাতে পারে আবহাওয়া। ওই সময়ে গরম এবং আর্দ্রতা বাড়বে। আবার ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।