নয়াদিল্লি, ১৮ আগস্ট : ফের বোমাতঙ্ক দিল্লির একাধিক স্কুলে। সোমবার সকালে দিল্লির ডিপিএস দ্বারকা স্কুল-সহ একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলে পৌঁছেছে পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনী। তল্লাশিতে এখনও কিছুই পাওয়া যায়নি। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, "দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) দ্বারকা সোমবার সকালে সাতটা নাগাদ বোমা হামলার হুমকির ফোন পেয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গণ খালি করে দিয়েছে। তল্লাশির জন্য ঘটনাস্থলে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।"
দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকিমূলক মেইলটি একটি জিমেইল আইডির মাধ্যমে এসেছে। হুমকি অনেক স্কুলে পাঠানো হয়েছে। আরও দু'টি স্কুল দিল্লি পুলিশকে এই ধরনের ইমেল সম্পর্কে জানিয়েছে। মডার্ন কনভেন্ট স্কুল, সেক্টর-৪, দ্বারকা এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুল, সেক্টর ১০, দ্বারকা। একজন অভিভাবক বলেন, "আমরা স্কুল থেকে বাচ্চাদের ফিরিয়ে নেওয়ার জন্য একটি বার্তা পেয়েছি। তাঁরা কারণটি জানায়নি। তাই আমরা আমাদের সন্তানকে ফিরিয়ে নিতে এখানে এসেছি।"