Country

1 month ago

Axiom-4 mission: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরছেন শুভাংশু শুক্লা

Group Captain Shubhanshu Shukla
Group Captain Shubhanshu Shukla

 

হিউস্টন, ১৪ জুলাই : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর পথে ফিরছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের চার মহাকাশচারী। তাঁদের মধ্যে রয়েছেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পরে তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন। সোমবার ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ তাঁরা ড্রাগন মহাকাশযানে উঠবেন। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে ড্রাগনের, জানিয়েছে অ্যাক্সিয়ম স্পেস। এই বাণিজ্যিক মহাকাশ মিশনে আরও তিন জন আন্তর্জাতিক মহাকাশচারীর সঙ্গে যুক্ত ছিলেন শুভাংশু। মিশনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত গবেষণা। ফ্লোরিডা উপকূলে সমুদ্রপৃষ্ঠে অবতরণ হবেন তাঁরা। অ্যাক্সিয়ম-৪ অভিযানে গত ২৬ জুন আইএসএস-এ পা রাখেন শুভাংশু এবং তাঁর তিন সঙ্গী। নাসা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ৩৫ মিনিটে (ভারতীয় সময়) আইএসএস থেকে রওনা হবেন চার মহাকাশচারী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, আনডক প্রক্রিয়ার পরে মঙ্গলবার বিকেল ৩টের (ভারতীয় সময়) ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছোবে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযান।

You might also like!