Country

6 hours ago

Har Ghar Tiranga: দিল্লিতে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির আয়োজন, অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা

Har Ghar Tiranga Bike Rally
Har Ghar Tiranga Bike Rally

 

নয়াদিল্লি, ১২ জুলাই : "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী দিল্লিতে আয়োজিত হল হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ সাংসদদের সঙ্গে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালিতে অংশ নেন।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, "আমাদের বৈচিত্র্যময় দেশকে একত্রে বেঁধে রাখার জন্য অনেক অনুষ্ঠান রয়েছে। প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস এমন দু'টি উৎসব। আমাদের তিরঙ্গা আমাদের এক দৃঢ় বন্ধনে আবদ্ধ করে এবং আমাদের উদ্দেশ্যের অনুভূতি দেয়। এটি আমাদের সেই সকলের কথা মনে করিয়ে দেয় যারা আমাদের দেশের জন্য বেঁচে আছেন, মারা গেছেন এবং অমর হয়ে গেছেন। এমন এক সময়ে যখন ভারত অমৃত কালে প্রবেশ করছে এবং একটি বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রা গত চার বছর ধরে প্রতি বছর আয়োজন করা হচ্ছে, যাতে সকলকে ভারতের প্রতি নিজস্ব ভালোবাসার কথা মনে করিয়ে দেওয়া যায়।"

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, "এই তিরঙ্গা যাত্রার সময় আকাশ এবং বাতাস 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে। সাংসদ থেকে শুরু করে আমাদের সাহসী সৈনিকরা সকলেই নিজেদের দেশপ্রেম প্রকাশ করছেন। স্বাধীনতার ৭৮ বছর পরেও, আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রতি বছর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই জাতীয় উৎসবকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।"

You might also like!