Country

1 month ago

Patna Paras Hospital Firing:পাটনার পরস হাসপাতালে চলল গুলি, বন্দিকে নিশানা দুষ্কৃতীদের

Patna Paras Hospital firing
Patna Paras Hospital firing

 

পাটনা, ১৭ জুলাই : পাটনার পরস হাসপাতালে চলল গুলি। কুখ্যাত এক বন্দিকে নিশানা করে গুলি চালালো দুষ্কৃতীরা। পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা পরস হাসপাতালে পৌঁছেছেন। বৃহস্পতিবার অজ্ঞাত আততায়ীরা এক বন্দিকে গুলি করেছে। পুলিশ সূত্রের খবর, প্যারোলে থাকা এক বন্দিকে চিকিৎসার জন্য পরস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের ভিতরে অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে গুলি করে। ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। তদন্ত চলছে।

এসএসপি কার্তিকেয় শর্মা বলেছেন, "বক্সার জেলার এক কুখ্যাত অপরাধী চন্দন মিশ্র, যার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে, যার মধ্যে একটিতে সে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে, তাকে বৃহস্পতিবার গুলি করা হয়েছে। তার ভয়াবহ অপরাধমূলক রেকর্ডের কারণে, তাকে বক্সার থেকে ভাগলপুর কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। চিকিৎসার জন্য সে প্যারোলে ছিল এবং হাসপাতালে ভর্তি ছিল, যখন প্রতিদ্বন্দ্বী দলের সদস্যরা এসে তাকে একাধিকবার গুলি করে বলে জানা গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।"


You might also like!