দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাধারণত বিয়েতে দেখা যায় ফুলে সাজানো গাড়ি, কিংবা ঘোড়ার পিঠে চেপে বরের আগমন। তবে এবার চিরাচরিত সেই ছবি ভেঙে একেবারে অন্য রূপে হাজির হলেন এক তরুণ বর। জীবনের সবচেয়ে বিশেষ দিনে নিজের প্রিয় চরিত্রের আবহ নিয়েই বিয়ের মণ্ডপে প্রবেশ করলেন তিনি। আর তার সেই অভিনব প্রবেশ মুহূর্ত মাতিয়ে দিল সামাজিক মাধ্যম।
পাত্র ভারতীয় হলেও থাকেন তাইল্যান্ডে। ছোটবেলা থেকেই তার প্রিয় চরিত্র ব্যাটম্যান। ডিসি কমিক্স কিংবা বড়পর্দায় ব্যাটম্যানকে যেভাবে কালো ব্যাটমোবাইলে চেপে ছুটে চলতে দেখা যায়, ঠিক সেভাবেই বিয়ের দিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তরুণ। অবিকল সেই ব্যাটমোবাইলের আদলে তৈরি বাহনে চেপে আনন্দে নেচে বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি।
‘ফ্রেন্ডস্স্টুডিয়ো.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কালো গাড়ির উপর চেপে বরের সাজে নাচ করতে করতে আসছেন এক তরুণ। তাইল্যান্ডের এক বিয়ের অনুষ্ঠানবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশ লিখেছেন— ‘‘এটা সত্যিই অসাধারণ! বহু ছেলেরই ইচ্ছা থাকে ব্যাটম্যানের গাড়িতে চড়ার। সেই শখ বাস্তবায়ন করলেন বর, দেখে মন ভরে গেল।’’ অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন, ‘‘ব্যাটম্যানও বুঝি এবার বিয়ে করলেন!’’, আবার কেউ লিখেছেন, ‘‘এমন এন্ট্রি সিনেমাকেও হার মানাবে।’’
বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে সবাই কিছু না কিছু আলাদা করতে চান। তবে এই তরুণ যে ভাবে নিজের শখকে বিয়ের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন। ব্যাটম্যান-প্রেমী এই বরকে দেখে সমাজমাধ্যমে অনেকেই বলছেন— ‘‘এটাই বিয়ের আসল সুপারহিরো এন্ট্রি!’’