Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Offbeat and viral

3 months ago

Unbelievable Wedding Entry: বিয়ের মণ্ডপে ব্যাটম্যানের আবির্ভাব! ব্যাটমোবাইলে চেপে হাজির হলেন বর, ভাইরাল ভিডিও!

Indian groom makes grand wedding entry in Batmobile
Indian groom makes grand wedding entry in Batmobile

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাধারণত বিয়েতে দেখা যায় ফুলে সাজানো গাড়ি, কিংবা ঘোড়ার পিঠে চেপে বরের আগমন। তবে এবার চিরাচরিত সেই ছবি ভেঙে একেবারে অন্য রূপে হাজির হলেন এক তরুণ বর। জীবনের সবচেয়ে বিশেষ দিনে নিজের প্রিয় চরিত্রের আবহ নিয়েই বিয়ের মণ্ডপে প্রবেশ করলেন তিনি। আর তার সেই অভিনব প্রবেশ মুহূর্ত মাতিয়ে দিল সামাজিক মাধ্যম। 

পাত্র ভারতীয় হলেও থাকেন তাইল্যান্ডে। ছোটবেলা থেকেই তার প্রিয় চরিত্র ব্যাটম্যান। ডিসি কমিক্স কিংবা বড়পর্দায় ব্যাটম্যানকে যেভাবে কালো ব্যাটমোবাইলে চেপে ছুটে চলতে দেখা যায়, ঠিক সেভাবেই বিয়ের দিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন তরুণ। অবিকল সেই ব্যাটমোবাইলের আদলে তৈরি বাহনে চেপে আনন্দে নেচে বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি। 

‘ফ্রেন্ডস্‌স্টুডিয়ো.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কালো গাড়ির উপর চেপে বরের সাজে নাচ করতে করতে আসছেন এক তরুণ। তাইল্যান্ডের এক বিয়ের অনুষ্ঠানবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশ লিখেছেন— ‘‘এটা সত্যিই অসাধারণ! বহু ছেলেরই ইচ্ছা থাকে ব্যাটম্যানের গাড়িতে চড়ার। সেই শখ বাস্তবায়ন করলেন বর, দেখে মন ভরে গেল।’’ অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন, ‘‘ব্যাটম্যানও বুঝি এবার বিয়ে করলেন!’’, আবার কেউ লিখেছেন, ‘‘এমন এন্ট্রি সিনেমাকেও হার মানাবে।’’ 

বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে সবাই কিছু না কিছু আলাদা করতে চান। তবে এই তরুণ যে ভাবে নিজের শখকে বিয়ের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন। ব্যাটম্যান-প্রেমী এই বরকে দেখে সমাজমাধ্যমে অনেকেই বলছেন— ‘‘এটাই বিয়ের আসল সুপারহিরো এন্ট্রি!’’

You might also like!