Country

1 month ago

CIK raids: চার জেলায় একযোগে তল্লাশি, স্লিপার সেলের সন্ধানে সিআইকে

CIK conducts raids at 10 locations in Kashmir Valley
CIK conducts raids at 10 locations in Kashmir Valley

 

শ্রীনগর, ১৯ জুলাই : কাশ্মীরে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক ও নিয়োগ চক্রের হদিশ পেতে উপত্যকার চার জেলায় ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার-ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে)।
শনিবার পুলিশ এক আধিকারিক জানান, গাণ্ডেরবাল জেলায় ছয়টি, বুদগাম জেলায় দু’টি এবং পুলওয়ামা ও শ্রীনগরে একটি করে স্থানে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন স্লিপার সেল ও জঙ্গি নিয়োগের গোপন মডিউলের হদিশ পেতেই এই অভিযান বলে জানিয়েছেন।

You might also like!