Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Business

1 year ago

Onion export stop now: দেশীয় বাজারে স্থিতিশীলতাই লক্ষ্য, ৩১ মার্চ পর্যন্ত বাড়ল পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা

Onion (File Picture)
Onion (File Picture)

 

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি: দেশের স্বার্থে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা ফের বাড়াল ভারত সরকার। দেশীয় বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, দেশীয় ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করতে গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা থাকছে।

খরিফের আগমনে বিলম্ব, রফতানিকৃত পেঁয়াজের পরিমাণ এবং তুরস্ক, মিশর ও ইরানের মতো প্রধান সরবরাহকারীদের দ্বারা আরোপিত বাণিজ্য এবং অ-বাণিজ্য বিধিনিষেধের মতো বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কৃষকদের যাতে কোনও রকম ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে সরকার মূল্য স্থিতিশীলতা ফান্ডের আওতায় ক্রমাগত কৃষকদের কাছ থেকে পেঁয়াজও সংগ্রহ করছে।


You might also like!