Entertainment

2 hours ago

Esha Varma controversy:সৎমায়ের ছেলে, আমার বাবার সন্তান নয়! এষার দাবির জবাব দিতে কি আদালতে রূপালি?

Esha Varma controversy
Esha Varma controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :রূপালি গঙ্গোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেই থামেননি তাঁর সৎমেয়ে এষা বর্মা, প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর ছেলের জন্ম নিয়েও। মা হিসেবে বিষয়টি মেনে নিতে না পেরে রূপালি হাই কোর্টে মানহানির মামলা দায়ের করেন। শুধু তাই নয়, আন্ধেরির একটি আদালতেও ফৌজদারি মানহানির আরেকটি মামলা করেছেন তিনি। সেই মামলার শুনানিতেই সম্প্রতি আদালতে হাজির হন রূপালি। তাঁর আইনজীবী সানা রইস খান জানান, উচ্চ আদালতের পাশাপাশি আন্ধেরির আদালতে চলা মামলাটির ওই দিন ছিল নির্ধারিত হাজিরার তারিখ।

কোনও দিনই রূপালি এবং তাঁর সৎমেয়ে এষার সদ্‌ভাব ছিল না। তা বলে এ ভাবে কখনও প্রকাশ্যে বিষোদ্গারও করেননি এষা! বরং কখনও সপরিবার কখনও রূপালির সঙ্গে কফি শপে দেখা গিয়েছে তাঁকে। সেই এষার অভিযোগ, রূপালি তাঁর মায়ের সমস্ত শাড়ি, গয়না, টাকা-পয়সা নিয়ে নিয়েছেনরূপালির পুত্র সম্পর্কে এষার দাবি, “সৎমায়ের সন্তান, আমার বাবার নয়!”

আচমকা এই ধরনের কথা ছড়িয়ে পড়তেই নড়ে বসে বলিউডহতবাক অভিনেত্রীর অনুরাগীরাও। রূপালি কয়েক বছর ধরে বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র জনপ্রিয় হিন্দি সংস্করণ ‘অনুপমা’র মুখ। তাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ দায়ের করায় স্বাভাবিক ভাবেই তাঁর ভাবমূর্তিতে কালির দাগ পড়েছে

প্রাথমিক বিস্ময় কাটিয়ে এর পরেই রূপালি সৎমেয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন বলে খবর। উচ্চ আদালত এবং আন্ধেরির আদালতে যথাক্রমে দেওয়ানি এবং ফৌজদারি মামলা দায়ের করেন। যদিও মামলা দায়েরের পর থেকে মুখে কুলুপ এঁটেছেন এষা।


You might also like!