নর্মদাপুরম, ৫ আগস্ট : মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় একটি স্কুল বাস নিয়ন্ত্রণে হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার সকালে নর্মদাপুরম-হরদার জাতীয় সড়কের কাছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০-১২ জন পড়ুয়া।জানা গেছে , দুর্ঘটনার সময় বাসে ২০ জনের বেশি পড়ুয়া ছিল।পুলিশ সূত্রে জানা গেছে ,একটি স্কুল বাস প্রতিদিনের মতো পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল স্কুলে। হঠাৎই নর্মদাপুরম-হরদার জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।