Country

2 hours ago

Himachal monsoon 2025:বর্ষায় বিপর্যয় হিমাচলে! ১,৭৫৩ কোটি টাকার ক্ষতি, ২৬৬টি রাস্তা বন্ধ

monsoon disaster Himachal
monsoon disaster Himachal

 

শিমলা, ৫ আগস্ট : এবারের বর্ষায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃষ্টি এখনও থামেনি, আগামী কিছু দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ইতিমধ্যেই হিমাচলে হড়পা বান ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে মোট ক্ষতির পরিমাণ ১,৭৫৩.৬৩ কোটি টাকা ছুঁয়েছে। রাজস্ব বিভাগের রেকর্ড অনুসারে, এখনও পর্যন্ত ভূমিধস, মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ইত্যাদিতে ১০৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গণপূর্ত বিভাগ সর্বাধিক ৮৮০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে, তারপরে জলশক্তি বিভাগ (৬১৮ কোটি টাকা), উদ্যানপালন ক্ষেত্র (২৭.৪৩ কোটি টাকা) এবং কৃষি ক্ষেত্র (১১.৪৫ কোটি টাকা)।

এছাড়াও, কুল্লু জেলার জাতীয় মহাসড়ক-৩০৫-সহ রাজ্যের ২৬৬টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আগামী ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে। এরপরও হিমাচলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। হিমাচলে কাংড়া ও বিলাসপুরে ভারী বৃষ্টি হতে পারে।

You might also like!