নয়াদিল্লি, ৩০ জুলাই : বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন বলে আখ্যা দিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেছেন, "এসআইআর খুবই গুরুত্বপূর্ণ একটি অনুশীলন। কংগ্রেসও তাদের মেয়াদে ২০-২৫ বার এই কাজ করেছে, এই কাজটি দীর্ঘদিন ধরে করা হয়নি। আমাদের সরকারের কাছে দাবি করা উচিত যে, ভোটাধিকারহীন ব্যক্তিদের চিহ্নিত করা হোক। যদি এটি একটি সাংবিধানিক কাজ হয়, তাহলে তাদের কেন সমস্যা?"
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কোনও বিশ্বনেতা হস্তক্ষেপ করেননি বলে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেন, "যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, তাদের সকলকে উপযুক্ত জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী সংসদে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও বিশ্বনেতা যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপ করেননি।"