বুয়েনস আয়ার্স, ৪ সেপ্টেম্বর : ভারতীয় সময় শুক্রবার সকালে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে এটাই মেসির শেষ ম্যাচ, নিজেই নিশ্চিত করেছেন মেসি। উপলক্ষটা রাঙিয়ে রাখতে গ্যালারিতে থাকবেন তাঁর স্বজনরা। সুতরাং বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবার দিনে এলএমটেনকে শেষবারের মতো কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের সামনে।
যদিও কাগজে-কলমে এই বাছাইপর্বের গুরুত্ব কম। কারণ, কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবুও এস্তাদিও মনুমেন্তালের এই ম্যাচ ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। ৩৮ পেরনো মেসি শেষবারের মতো ঘরের মাঠে খেলবেন কম্পেটেটিভ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের আগে নিয়মরক্ষার আরেকটা বাছাইপর্ব বাকি থাকলেও, ইকুয়েডরের বিপক্ষে সে ম্যাচে স্বাগতিক নয় আলবিসেলেস্তরা। ঐতিহাসিক ম্যাচের সুযোগটা নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে শেষ মুহুর্তে। যেখানে সবচেয়ে সস্তা টিকিটটাও নিতে হলে খরচ করতে হবে ১০০ মার্কিন ডলার, সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ ডলার।