খড়িবাড়ি, ২১ আগস্ট : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। সীমান্তে মোতায়েন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বুধবার রাতে ওই বাংলাদেশিকে আটক করে। পরে তাকে তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
এসএসবি সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সীমান্তের গৌড়সিংজোত গ্রাম থেকে ধৃতকে গ্রেফতার করেছে এসএসবি জওয়ানরা। ধৃতের নাম লঙ্কেশ্বর চন্দ্র রায়। সে বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। গতবছর অগাস্ট মাসে ভিসা নিয়ে বৈধভাবে ভারতে ঢোকার পর বাংলাদেশ ফিরে না গিয়ে তিনি ভারতে বসবাস শুরু করেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে বসবাসের অভিযোগে ধৃতকে আটক করে এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন। গভীর রাতে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতের কাছে থেকে বাংলাদেশের পরিচয়পত্র ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এদিন তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।