জয়নগর, ২১ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সুমো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ জয়নগর থানার অন্তর্গত মুচিপাড়া এলাকায় কুলপি রোডের উপর একটি ইঞ্জিন ভ্যান ও একটি টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন উভয় বাহনের চালক ও যাত্রীরা।
এদিন সকালে জোরালো শব্দ শুনে দৌড়া আসেন মুচিপাড়া এলাকার মানুষজন, দুর্ঘটনায় যখম ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাল বোঝাই ইঞ্জিন ভ্যান কাশিনগর থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল, ইঞ্জিন ভ্যানটি যখন মুচি পাড়ার কাছে আসে ঠিক সেই সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রী বোঝাই টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইঞ্জিন ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি দু'টি গাড়ি ও চালকদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।