Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Travel

2 years ago

Ooty Tourism: ভারতের স্কটল্যান্ড - উটি

Ooty (Symbolic Picture)
Ooty (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ু র সবচেয়ে রোমান্টিক শৈল শহর অবশ্যই উটি। প্রেমিকা কিংবা স্ত্রীর সাথে এমন জায়গা বেড়ানোর মজাই আলাদা। উটির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। এই শহরের পুরো নাম উটাকামুণ্ড। তামিলনাড়ুর বিখ্যাত এবং জনপ্রিয় শৈলশহর উটিকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। ভারতের সবচেয়ে সুন্দর হিল স্টেশনটি নব বিবাহিত দম্পতিদের হানিমুন বা রোম্যান্টিক ট্যুরের জন্য আদর্শ স্থান। ১৮৮৫ সাল থেকে চালু হওয়া নীলগিরি পার্বত্য রেলপথ দিয়ে খেলনার গাড়ি চড়ে উটি যাওয়ার আনন্দই আলাদা। কোয়েম্বাত্তুরের মেট্টুপালায়ম থেকে কুন্নুর হয়ে উটি যায় এই রেলগাড়ি। নীলীগিরি এবং পূর্বঘাট পর্বতমালা, চায়ের বাগান, সবুজ বনানী, বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, কফির বাগান, ঝর্না, ডোডাবেতা শৃঙ্গের আনাচ কানাচে রোম্যান্সের ছোঁয়া। উটিতে গেলে অবশ্যই নানা স্বাদের চকোলেট খেতে ভুলবেন না।

উটি যেহেতু একটি হিল স্টেশন, তাই এর আশপাশে অনেক জলপ্রপাতও নজরে পড়বে। এর মধ্যে সবচেয়ে সুন্দর হল কালহাট্টি জলপ্রপাত। উটি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উটি-মহীশূর সড়কের ধারে অবস্থিত এই জলপ্রপাতটি। এখানে যেতে গেলে কালাহাট্টি গ্রাম থেকে প্রায় ২ মাইল উপড়ে উঠতে হবে। শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে, কৃত্রিমভাবে নির্মিত উটি হ্রদ ইউক্যালিপটাস গাছ এবং ঝোপঝাড়ে ঘেরা। তাই কৃত্রিম হ্রদ হলেও তা বোঝার উপায় নেই। আর এই স্থানটিই দারুণ পছন্দ হানিমুন কাপলদের। নানা প্রজাতির পাখিরা ঝাঁকে ঝাঁকে এই হ্রদের ধারে ভিড় জমায়। উটি লেক থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রয়েছে ডিয়ার পার্ক। উটির এই মনোরম স্থানে বাস করে ঝাঁক ঝাঁক হরিণ। সম্বর এবং চিতল প্রজাতির হরিণ সহ নানা প্রজাতির হরিণের দেখা মেলে এখানে। এ ছাড়াও আছে আরও একাধিক দর্শনীয় স্থান। তাই আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন উটির উদ্দেশ্যে।

You might also like!