Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Travel

2 years ago

Bali Island in North Bengal:উত্তরবঙ্গের বালি দ্বীপ - নতুন অফবিট ডেস্টিনেশন

Bali Island in North Bengal
Bali Island in North Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউত্তরবঙ্গে তো কোনো সমুদ্র নেই। তাহলে? তবু ওই জায়গাকে বলে উত্তর বঙ্গের বলি। বালি মানে চোখের সামনে ভেসে ওঠে একটি লোভনিয় পর্যটন কেন্দ্র। বিদেশের মাটিতে সমুদ্র উপকূলে ছুটি কাটানো সেলিব্রিটি জায়গা বললে ভুল হবে না। কিন্তু জানেন কি উত্তরবঙ্গে এমন একটা জায়গা রয়েছে যাকে বলা হয় উত্তরবঙ্গের বালি। আর আসল নাম সানটুক। একেবারে একটা অফবিট জায়গা। উত্তরবঙ্গের ট্রাভেল ডেস্টিনেশনগুলির মধ্যে এই সানটুক বা উত্তরবঙ্গের বালি এখন হাইট্রেন্ডিং। সোস্যাল মিডিয়া খুললেই সেখানে দেখা যাচ্ছে এই অফবিট ট্যুরিস্ট স্পটের কথা। যাকে বলা হচ্ছে উত্তরবঙ্গের বালি। কোথায় রয়েছে এই জায়গা। কালিম্পংয়ের একেবারে অফবিট ডেস্টিনেশন সানটুক। সেই জায়গাটিকেই বলা হচ্ছে উত্তরবঙ্গের বালি। আর সেখানে এখন ভিড় করছেন পর্যটকরা। 

এই সানটুকে গুটি কয়েক হোম স্টে রয়েছে। তার মধ্যে একটি হোমস্টেকে কেন্দ্র করে আকর্ষণ বেশি। তার অন্যতম কারণ এখানে রয়েছে একটি স্যুইং বেড। পাহাড়ের গায়ে ঝুলন্ত বিছানা। একেবারে অন্যরকম একটা অনুভূতি দেবে। হোমস্টে তা এতো সুন্দর একটা জায়গায় যে এই সুইং বেডে বসে কাঞ্জনজঙ্ঘা উপভোগ করা যায়। একেবারে ইন্টারন্যাশনাল ট্র্যাভেলের মজা দেবে সানটুকের এই রিসর্ট। এখানে হোমস্টের মধ্যে একটা হার্ট শেপের বেঞ্চ রয়েছে। সেটা ফটো শ্যুটের জন্য তৈরি করা হয়েছে। সেটা পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা । একানে এসে এই জায়গায় বসেই দিন কাটিয়ে দেন সকলে। হোম স্টের কাছেই রয়েছে একটি ছোট্ট গ্রাম। সেখানে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায়। পথে গাছের ফঁকে অসংখ্য অর্কিড ফুটে থাকতে দেখতে পাবেন। হোমস্টে জুড়ে রকমারি পাহাড়ি ফুলের ভিঁড়। রয়েছে ক্যাকটাস, অর্কিড, বাগান বিলাসের মতো ফুলের সমাহার। একরাশ আনন্দ নিয়ে ঘরে ফিরবেন আপনি।


You might also like!