Technology

8 hours ago

Samsung Galaxy A17:ফাঁস হলো Galaxy A17-এর রেন্ডার, তিনটি রঙ ও ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে আসছে Samsung

Samsung Galaxy A17
Samsung Galaxy A17

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :Samsung Galaxy A17 কয়েক মাসের মধ্যে বাজারে আসতে পারে। যদিও সংস্থার তরফে এর লঞ্চ তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। পাশাপাশি টিপস্টারদের দৌলতে এর বিভিন্ন বিশেষত্ব সম্পর্কে জানা গেছে। আজ আবার Samsung Galaxy A17 সম্পর্কে নতুন রিপোর্ট সামনে এসেছে। এখান থেকে ডিভাইসটির ডিজাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গেছে।

চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy A17 এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে- Samsung Galaxy A17-তে 90Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা সহ 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে।

ক্যামেরা-Samsung Galaxy A17 ডিভাইসে ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। 

ব্যাটারি-পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

বিসদে রইল অন্যান্য বিবরণ

Samsung Galaxy A17 ডিভাইসে পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হবে স্যামসাং গ্যালাক্সি ১৩৩০ চিপসেট। সফটওয়্যার কথা বললে, এটা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। সাথে পাওয়া যাবে একাধিক AI ফিচার। যারমধ্যে থাকবে জেমিনি, সার্কেল টু সার্চ এবং ক্রোস অ্যাপ স্মার্ট টুলস। কোম্পানি Galaxy A17 ডিভাইসে ৬ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।

Galaxy A17 ফোনটি মাত্র ৭.৫ মিমি পুরু হবে ও ওজন ১৯২ গ্রাম। সব কিছু ঠিক ঠাক থাকলে ডিভাইসটি অক্টোবরের আশেপাশে বাজারে আসতে পারে।

You might also like!