Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

2 years ago

Google Translator:ছবির ভেতরের লেখা অনুবাদ করবেন যেভাবে

How to translate the text inside the picture
How to translate the text inside the picture

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগলের ট্রান্সলেটর ব্যবহার করেন বিশ্বের প্রায় সব দেশের মানুষ। বিশ্বের প্রায় ১৩০টি ভাষায় যে কোনো লেখা অনুবাদ করা যায় এর মাধ্যমে। এমনকি এতে আছে ভয়েস টাইপিংয়ের সুবিধা। এছাড়াও যে কোনো লেখার ছবি তুলেও সেটি অনুবাদ করতে পারবেন।

তবে এবার যে কোনো ছবির ভেতরের লেখাও অনুবাদ করা যাবে গুগল ট্রান্সলেটে। একজন ব্যবহারকারীকে মোট ১৩০টি ভাষায় অনুবাদ করার সুযোগ দিচ্ছে গুগল। বাছাই করা ডিফ্যল্ট ভাষা থেকে যে কোনো ভাষায় অনুবাদ করা যাবে। শুধু এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদই নয়, টেক্সট কপি ও ডাউনলোডের অপশনও রয়েছে গুগল ট্রান্সলেটে।

চলুন  দেখে নেওয়া যাক কাজটি কীভাবে করবেন-

ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলুন।

বাঁ দিকে ইমেজ ট্যাবে ক্লিক করুন।

 যে ইমেজের টেক্সট অনুবাদ করতে চান, সেটি সিলেক্ট করুন।

কম্পিউটার থেকে জেপিজি, জেপিইজি, বা পিএনজি ছবি ট্রান্সলেশনের জন্য আপলোড করুন।

অরিজিনাল ও ট্রান্সলেট করা ইমেজগুলো নিজের স্ক্রিনে দেখতে পারবেন আপনি।


You might also like!