Entertainment

5 hours ago

Sanjay Dutta : করোনাকালে সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যানসার, আবেগঘন মুহূর্তে চোখ ভিজল তার

Sanjay Dutta
Sanjay Dutta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অতিমারির কঠিন সময় দেশের মানুষ যখন লকডাউনে বন্দি, ঠিক তখনই এক ব্যক্তিগত ঝড়ের মুখে পড়লেন বলিউডের আইকন সঞ্জয় দত্ত। করোনাকালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেতার, এবং একবারে তৃতীয় পর্যায়ে এসে বিষয়টি আরও শকিং হয়ে ওঠে। জীবনে বহু ওঠাপড়া দেখা সঞ্জয়কে তারকাসন্তান হওয়া বা বেআইনি অস্ত্র রাখার অভিযোগে জেল খাটার অভিজ্ঞতাও মেলেনি আবেগের এত বিশাল ঝড়ের সাথে। ক্যানসারের খবর পেতেই তিনি টানা তিন ঘণ্টা কেঁদে ভেঙে পড়েন।

আর পাঁচটা দিনের মতোই সে দিন সকালে উঠেছিলেন। যদিও শ্বাসকষ্ট ছিল। স্নান করেন। স্নান সারতে না সারতেই কষ্ট বাড়তে থাকে। সেই সময় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, তাঁর ফুসফুসে নাকি জল জমেছে। প্রথমে তিনি ভেবেছিলেন, তাঁর যক্ষ্মা হয়েছে। পরে অবশ্য বেশ কিছু পরীক্ষা করতে জানতে পারেন, তাঁর ফুসফুসে ক্যানসার হয়েছে। শোনামাত্র কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। বোন প্রিয়া দত্ত ছুটে আসেন।

পরে সঞ্জয় এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি তিন ঘণ্টা কেঁদেছিলাম। খালি ভেবেছি, আমার সন্তানদের কী হবে, আমি আদৌ বাঁচব তো! আমার স্ত্রীর কী হবে?’’ তার পর পরিচালক রাকেশ রোশনের সহযোগিতায় আমেরিকায় গিয়ে চিকিৎসা করান অভিনেতা। কেমোথেরাপি নিয়েছেন। তবু চুল পড়েনি, শরীর ভাঙেনি। যদিও কেমো নিতে দুবাই যেতেন তিনি। সঞ্জয় বলেন, ‘‘কেমোর পর সাইকেল চালিয়েছি। এমনকি, ঘণ্টার পর ঘণ্টা ব্যাডমিন্টন খেলেছি।’’ প্রায় চার বছর হয়ে গিয়েছে। এখন অবশ্য অনেকটাই সুস্থ অভিনেতা।

You might also like!