Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Technology

9 months ago

Hero Mavrick 440 : ভারতের বাজারে এসে গেল হিরো মাভেরিক,কালারফুল ডিসপ্লে-সহ যোগ হল একগুচ্ছ নয়া ফিচার্স

Hero Mavrick 440
Hero Mavrick 440

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিরোর নতুন মডেল হিরো মাভেরিক (Hero Mavrick 440) এবার এসে গেল ভারতের বাজারে। হিরো মাভেরিক ৪৪০। ফিচার্স দেখলে চমকে তো যেতেই হয়, তার উপর আবার এই বাইক দেখতে হুবহু হার্লে ডেভিডসনের মত। হিরোর এই নতুন ফ্ল্যাগশিপ মডেল এবার ভারতের বাজারে পাওয়া যাবে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে ম্যাভরিক। তখন বাইকে ছিল এলসিডি ডিসপ্লে। নতুন মডেলে সেই ডিসপ্লে সরিয়ে টিএফটি ডিসপ্লে যোগ করল হিরো। এই একই ফিচার রয়েছে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ বাইকেও। ডিসপ্লে ছাড়া যোগ হয়েছে নতুন আপ সাইড ডাউন (USD) ফ্রন্ট সাসপেনশন এবং থ্রিডি লোগো।

আপডেটেড হিরো ম্যাভরিক নতুন দুটি রংয়ে পাওয়া যাবে - মেটালিক গ্রে এবং ব্ল্যাক। এছাড়া আগের মডেলের থেকে নতুন মডেল ২ কেজি ওজন কমানো হয়েছে। নতুন বাইকের ওজন ১৮৯ কিলোগ্রাম। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে এই বাইকটি লঞ্চ করবে হিরো মটোকর্প। একাধিক রংয়ের বিকল্প থাকবে সেখানে। আপডেটেড হিরো ম্যাভরিকের ইঞ্জিন ক্যাপাসিটির যদি কথা বলি তাহলে এতে পাবেন ৪৪০ সিসি অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বাধিক ২৭ হর্সপাওয়ার এবং ৩৬ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার। ব্রেকিংয়ের ক্ষেত্রে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো উন্নত স্পেসিফিকেশন রয়েছে বাইকে। 

অন্যান্য ফিচারের ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জার এবং এলইডি লাইটিং। বর্তমানে দেশের বাজারে বাইকটির এক্স-শোরুম দাম ১.৯৯ লাখ থেকে ২.২৪ লাখ টাকা। ভারতের সবথেকে সস্তা ৪৪০ সিসির বাইক এটি। তবে আপডেটেড মডেলের দাম একই রাখা হবে নাকি কয়েক হাজার টাকা বেশি মূল্যে বাজারে আসবে সেটাই এখন দেখার। এই মুহূর্তে হিরো ম্যাভরিকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী যে বাইকগুলি রয়েছে সেগুলি হল - টিভিএস রনিন, রয়্যাল এনফিল্ড গেরিলা, হিমালয়ান, হার্লে-ডেভিডসন এক্স৪৪০, হোন্ডা সিবি৩০০আর ইত্যাদি। তবে এগুলির মধ্যে সবথেকে সস্তা হিরো ম্যাভরিক।


You might also like!