জয়পুর, ১০ আগস্ট : রাজস্থানে আবার সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আলওয়ার, বারান, ভরতপুর, দৌসা, ধৌলপুর, ঝালাওয়ার, ঝুনঝুনু, করৌলি, সাওয়াই মাধোপুর ও চুরু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ২০-৩০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় ভরতপুরের নাগরে ৩৫ মিমি, তিজারায় ৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম রাজস্থানে এখনও গরমের দাপট থাকলেও ১১ আগস্ট থেকে সেখানেও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন আবহবিদেরা।