Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Technology

9 months ago

Tata Strider ETB 200: দেশবাসীর জন্য আরও এক সেরা ই-সাইকেল আনল TATA

Tata Strider ETB 200
Tata Strider ETB 200

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাজারে আরও এক চমক হাজির করল TATA। এদিন লঞ্চ হয়ে গেল সংস্থার নতুন এক ইলেকট্রিক সাইকেল। যার নাম টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ । যেখানে একবার চার্জ দিলে 35 কিলোমিটার রেঞ্জ পাবেন রাইডাররা। এর আগে সংস্থার Stryder Zeeta Plus নামক একটি সাইকেল ব্যাপক সাড়া ফেলেছিল ভারতে।যাঁরা ৩৫ হাজার টাকার কমে ইলেকট্রিক সাইকেলের খোঁজ করছেন তাঁদের জন্য এটি অন্যতম বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ই-সাইকেলে কী কী বৈশিষ্ট্য রয়েছে।

প্রথমেই জানিয়ে রাখি, এটি অফলাইন ছাড়াও অনলাইন ফ্লিপকার্ট থেকেও অর্ডার করতে পারবেন। ২৭.৫ ইঞ্চি হুইল সাইজ রয়েছে সাইকেলে। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি নিত্য যাতায়াত বা শরীরচর্চার জন্য ব্যবহার করা যাবে এই সাইকেল। একবার চার্জ দিলেই দৌড়বে ৪০ কিলোমিটার। স্ট্রাইডার ইটিবি ২০০-তে রয়েছে ৩৬ ভোল্ট ক্ষমতা ৭.৮ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি।

বাড়িতেই খুবই সহজে এটি চার্জ করা যাবে বলে দাবি করেছে কোম্পানি। স্ট্রাইডারের দেওয়া তথ্য অনুযায়ী, এটি ফুল চার্জ করতে সময় লাগবে ৪ ঘণ্টা। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ২৫০ ওয়াটের বিএলডিসি ইলেকট্রিক মোটর এবং চাকার দু’প্রান্তেই ডিস্ক ব্রেক। এই সাইকেলের আরও একটি ভালো সুবিধা হল, ব্রেকিংয়ের সময় পাওয়ার অফ হয়ে যায়। প্যাডলিং করতে ইচ্ছা না করলে ব্যাটারি দিয়েই চালাতে পারবেন সাইকেল, সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাথুরে রাস্তাতেও সঠিক ভারসাম্য দেওয়ার জন্য সাইকেলের সামনে রয়ের থ্রেডলেস ফর্ক সাসপেনশন। এছাড়া সাইকেলের সঙ্গে অ্যাক্সেসরিজও নিতে পারে, যেখানে রাতের বেলা চালানোর জন্য হেডলাইট-সহ একাধিক পার্টস পাওয়া যাবে। টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ ইলেকট্রিক সাইকেলের দাম বাজারে এই ইলেকট্রিক সাইকেল দুটি রংয়ে কিনতে পারবেন - ব্ল্যাক/গ্রে এবং টিল/ব্ল্যাক। টাটা স্ট্রাইডার ইটিবি ২০০ ইলেকট্রিক সাইকেলের দাম রয়েছে ৩৩,৫৯৫ টাকা। তবে এই দাম সীমিত সময়ের জন্য থাকবে বলে জানা গিয়েছে।

You might also like!