Offbeat and viral

3 hours ago

Viral Bathroom Shocker: অবিশ্বাস্য!স্নানের ফাঁকে বাঘের মুখোমুখি ভারতীয় যুবক, ভাইরাল হল ভিডিও

Social media users were left in shock
Social media users were left in shock

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতের এক রাজ্যে ঘটল অবিশ্বাস্য ঘটনা। এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের বাথরুমে স্নান করছিলেন। হঠাৎই জানালার ফাঁক গলেই তাঁর সামনে উপস্থিত হয় এক পূর্ণবয়স্ক বাঘ। কয়েক সেকেন্ডের জন্য আতঙ্কে আঁতকে ওঠেন ওই ব্যক্তি। বাঘটিও যেন কৌতূহলভরে ভিতরে উঁকি দিয়ে দৃশ্য দেখতে থাকে। স্নানের মতো স্বাভাবিক সময় আচমকাই এই ঘটনা ভয়াবহ রূপ নেয়।     

 ভিডিওটিতে দেখা যায়, জানালার ওপরে উঠে দাঁড়িয়ে বাথরুমে ঢোকার চেষ্টা করছে একটি বাঘ। ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষটি প্রথমে কিছুটা হতচকিত হলেও দ্রুত নিজেকে সামলে নেন। তিনি সতর্কভাবে সরে গিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়ান। অপরদিকে বাঘটিও শেষ পর্যন্ত বাথরুমে প্রবেশ না করে কয়েক মুহূর্ত পরেই সরে যায়। ঘটনার পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের প্রতিক্রিয়ায় একদিকে আতঙ্ক, অন্যদিকে হাস্যরস দুই-ই ধরা পড়েছে। কেউ লিখেছেন, এমন পরিস্থিতিতে তিনি হয়তো চিৎকার করে অজ্ঞান হয়ে যেতেন। আবার কেউ মজা করে বলেছেন, “বাঘটিও হয়তো শুধু স্নানের জন্যই ঢুকতে চেয়েছিল।” এই মিশ্র প্রতিক্রিয়াই ভিডিওটিকে সমাজমাধ্যমে  আরও আলোচিত হয়ে উঠেছে। 

তবে বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘটনাটি নিছক বিনোদনের বিষয় নয়, বরং মানুষের বসতি ও বন্যপ্রাণীর আবাসভূমির সংঘাতের এক বড় দৃষ্টান্ত। বনভূমি ক্রমশ সংকুচিত হওয়ার ফলে পশুরা গ্রাম ও শহরের খুব কাছাকাছি চলে আসছে। এর ফলে মানুষের জীবনে তৈরি হচ্ছে আশঙ্কাজনক পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনায় সতর্কতা অবলম্বন ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি, নচেৎ ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়তে পারে। অন্যদিকে সাধারণ মানুষও মনে করছেন, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলেই এমন ঘটনা ঘটছে। প্রতিনিয়ত বনাঞ্চল দখল, নির্বিচারে গাছ কাটা ও দূষণের কারণে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল কমে আসছে। এরই ফলশ্রুতিতে তারা মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে। আর হিংস্র প্রাণীর এহেন অবাধ বিচরণের জন্য সাধারন জনজীবন বারংবার বড়সড় বিপদের সন্মুখীন হচ্ছে। 

এই ঘটনার ভিডিও যেমন মুহূর্তে মানুষকে স্তম্ভিত করেছে, তেমনই আবার মনে করিয়ে দিয়েছে প্রাকৃতিক সম্পদ রক্ষা করার গুরুত্ব। বিশেষজ্ঞদের মতে, মানুষের জীবন ও বন্যপ্রাণীর অস্তিত্ব—উভয়ের জন্যই দরকার পারস্পরিক দূরত্ব ও সম্মান বজায় রাখা। ভিডিওটি যতটা ভয় ধরিয়েছে, ততটাই আবার মানুষের মনে বিস্ময় ও কৌতুক জাগিয়েছে। তবে এর আসল বার্তা একটাই—মানুষ ও প্রকৃতির সহাবস্থান বজায় না থাকলে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা বারংবার সামনে আসতেই থাকবে।

You might also like!