দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :রেস্তরাঁয় বসে খাবারের ভিডিও ধারণ করছিলেন দুই সোশ্যাল মিডিয়া প্রভাবশালী। ক্যামেরার সামনে সদ্য বার্গারে কামড় বসাতেই আচমকা তীব্র ধাক্কায় জানলার কাচ চুরমার হয়ে ছিটকে আসে তাঁদের গায়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দু’জন। টেবিলটিও প্রায় উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পুরো ঘটনাটির ভিডিও এখন প্রকাশ্যে এসেছে এবং দ্রুত ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের একটি রেস্তরাঁয়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি দূরন্ত বার্তা।
ইউটিউব ফুড সিরিজ়ের শুটিং করছিলেন নেটমাধ্যম প্রভাবশালী নিনা সান্তিয়াগো ও প্যাট্রিক ব্ল্যাকউড। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, টেবিলে সাজানো ছিল নানা পদ, দু’জনের হাতেই ধরা বার্গার। ঠিক কামড় বসানোর সেই মুহূর্তেই আচমকা একটি এসইউভি গাড়ি সজোরে ধাক্কা মারে রেস্তরাঁর জানলায়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে মুহূর্তে ভেঙে যায় কাচ, ছিটকে সরে যায় টেবিল, চারপাশে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। তবে শেষমেশ কপালের জোরেই বড়সড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন নিনা ও প্যাট্রিক। সময়মতো নিনাকে ঠেলে সরিয়ে দেন প্যাট্রিক, ফলে কাচের টুকরোগুলি তাঁদের গায়ে পড়েনি। হঠাৎ এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান রেস্তরাঁর কর্মীরাও, তাঁদের চোখেমুখে স্পষ্ট বিস্ময়ের ছাপ ফুটে ওঠে।
নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন নিনা ও প্যাট্রিক। ইতিমধ্যেই এটি কয়েক লক্ষবার দেখা হয়েছে সামাজিক মাধ্যমে। শুধু ইনস্টাগ্রামেই দুই লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ভয়াবহ দুর্ঘটনার সেই দৃশ্য দেখে অসংখ্য নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট বক্সে।