Life Style News

10 hours ago

Intimate Tips: বৃষ্টির দিনে ঘনিষ্ঠ মুহূর্ত আরও উদ্দাম করতে বিশেষজ্ঞরা বললেন কী করবেন

Intimate Tips  on rainy days
Intimate Tips on rainy days

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেঘলা দিনে একা থাকা অনেকেরই মন খারাপের কারণ হতে পারে। তবে যাঁরা সিঙ্গল, অর্থাৎ স্ত্রীহীন বা প্রেমহীন, তাঁরা গান শোনা বা ওয়েব সিরিজ দেখার মাধ্যমে দিনটি উপভোগ করতে পারেন। আর যাঁদের জীবনে প্রেম ভরপুর, তাঁদের জন্য বৃষ্টির দিন আদরের মুহূর্ত কাটানোর সেরা সময়। যৌন বিশেষজ্ঞরাও বলছেন, বৃষ্টির দিনই যৌনতার জন্য সবচেয়ে পারফেক্ট সময়।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বিশেষজ্ঞদের কথায়, মেঘলা মানেই বিষণ্ণ এক দিন। মনোবিদরা বলছেন, গবেষণায় দেখা গিয়েছে, মেঘলা দিনে বেশিরভাগ মানুষের মন খারাপ হয়ে যায়। এই সময় অন্য কোনও ব্যক্তির সঙ্গ, বিশেষ করে প্রিয় মানুষের সঙ্গই পছন্দ হয়। যৌন বিশেষজ্ঞরা বলছেন, মেঘলা দিনে, বৃষ্টির আমেজে শরীরে সবচেয়ে বেশি যৌনইচ্ছা জাগে। তাই বৃষ্টির সময় যৌন সঙ্গম সবচেয়ে বেশি রোমান্টিক হয়ে ওঠে।

অনেকেই নিজেদের যৌন-জীবনকে আকর্ষণীয় করে তুলতে বৃষ্টিতে ভিজে যৌন সঙ্গমে লিপ্ত হন। যৌন বিশেষজ্ঞরা বলছেন, ভেজা শরীরে সঙ্গম দীর্ঘতর হয়। তাই বৃষ্টিতে ভিজে সঙ্গমে লিপ্ত হওয়া কিন্তু বেশ নতুন রকম অভিজ্ঞতা।

যৌন বিশেষজ্ঞরা বলছেন, নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই ভেজা শরীর যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। তাই বৃষ্টিতে ভিজে কিংবা অল্প বৃষ্টিতে ভিজে ঘরের ভিতরে এসে সঙ্গমে লিপ্ত হলে তা উত্তেজনায় ভরে ওঠে।


কী কী বিষয় খেয়াল রাখবেন–

১) অনেকেই ওপেন এয়ার যৌনতায় মেতে উঠতে ভালবাসেন। কিন্তু বৃষ্টিতে সঙ্গমে মেতে ওঠার আগে দেখে নিন কোন জায়গাটায় দুজনেই কমফোর্ট ফিল করছেন।

২) আপনার এক্সপেরিমেন্টাল যৌনতার জন্য দেখে নিন প্রতিবেশির যেন সমস্যা না হয়। চেষ্টা করুন সেটা মাথায় রাখতে।

৩) বৃষ্টির জলে ভিজে যৌনতা করার পর অবশ্য পরিষ্কার জলে স্নান করে নিন। শ্যাম্পু করতে ভুলবেন না।

৪) বৃষ্টিতে ভিজে ফোরপ্লে শুরু করুন। আদর শেষ হোক, না হয় বিছানায়।

৫) অনেকের বৃষ্টির জলে অ্যালার্জি হয়। তাই এটা মাথায় রেখেই এক্সপেরিমেন্টে মেতে উঠুন।

You might also like!