দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : ভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ নিগৃহীত হতে হচ্ছে বহু মানুষকে—এমনই অভিযোগ উঠে এসেছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে। ‘বাংলা’ বলার জন্যই হেনস্থার শিকার হতে হচ্ছে—এই ভাষা-ভিত্তিক বৈষম্যের প্রতিবাদে ২১ জুলাইয়ের সমাবেশ থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষার স্বাধীনতা ও মর্যাদার পক্ষে জোরাল অবস্থান নেন তিনি। আর এবার সেই প্রতিবাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন টলিউডের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মমতার সুরে সুর মিলিয়ে তিনি আহ্বান জানালেন, বাংলা ভাষার সম্মান রক্ষায় একজোট হয়ে লড়াইয়ে নামার।
বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে টলিউডের সুপারস্টার তথা ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন বাংলা ভাষা রক্ষার দাবিতে তিনি বলেন, “বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।” বাংলা চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের পথচলা। যে ভাষায় এতদিন দর্শকের সামনে বিনোদনের রসদ জুগিয়েছেন সেই ভাষা রক্ষার দাবিতেই এবার সরব হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তবে এখানেই শেষ নয়। বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া প্রসঙ্গে সরব হয়েছিলেন বাংলার রকস্টার রূপম ইসলাম। রবিবার এই নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন তিনিও। এক্স হ্যন্ডলে তিনি লেখেন। ‘ রূপম লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’ এবার এই ঘটনার বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার গায়ক। অন্যদিকে এই নিয়ে সুর চড়িয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী কবীর সুমন। এদিন ফেসবুকে একটি পোস্টে কবীর সুমন লেখেন, পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা ভাষা আবশ্যিক করা বাঞ্ছনীয় এমনই একটি পোস্ট করেন।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।