দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোরে শীতের শিরশিরানি। মার্চ মাসেও শীতের আবহ বজায় আছে। তবে রবিবার বেলা বাড়লেই গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহান্তে দ্রুত বদলাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়াও বইতে পারে।
কলকাতায় রবিবার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।