দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামের ভোট বামে গিয়েছে, আর তাই বাংলায় ‘ফুলেফেঁপে’ উঠেছে বিজেপি। বার বার এই অভিযোগ করেছে তৃণমূল। চব্বিশের লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতেও ‘সঠিক জায়গায় বাম ভোট’ দেওয়ার আর্জি জানালেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সোমবার ভোটপ্রচারে গিয়ে বাম সমর্থকদের উদ্দেশে এমনই প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিশীথের ওই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল।
পর্যবেক্ষকদের মতে, বামেদের ভোট নিজেদের ঝুলিতে টানাতেই এই কৌশল নিয়েছেন নিশীথ। ভাইরাল ভিডিওয় নিশীথকে বলতে শোনা যাচ্ছে, "তৃণমূল যেখানে যেখানে বামপন্থী ভাইদের পার্টি অফিস দখল করেছে, নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সেই পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে।’
বিনিময়ে কী করতে হবে তাও জানিয়েছেন নিশীথ। বামপন্থীদের উদ্দেশে তাঁর আবেদন, "দয়া করে আপনাদের ভোটগুলো নষ্ট করবেন না। দেশবিরোধী তৃণমূলকে ঠেকাতে ভোটগুলো বিজেপিকে দিন।"
নিশীথের এমন আর্জি প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকে। কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কটাক্ষ, ‘এটা তো সেই সুপারি কিলারদের কথার মতো হয়ে গেল! সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে, তেমন এরাও বলেছে ভোট দিন, পার্টি অফিস উদ্ধার করে দেব!’
কোচবিহারে তৃণমূল, বিজেপির পাশাপাশি প্রার্থী রয়েছে বাম, কংগ্রেসেরও। একসময় এলাকায় ফরওয়ার্ডব্লকের দাপট থাকলেও এখন তাদের সাংগঠনিক শক্তি অনেকটাই কম। পর্যবেক্ষকদের মতে, বিরোধী ভোট ভাগ হলে সুবিধা পেতে পারে তৃণমূল। তাই বিরোধী ভোট ভাগাভাগি রুখতে নিশীথের এমন কৌশলী আহ্বান।