৭ ফেব্রুয়ারি, কলকাতাঃ উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের একটি ম্যাসেজ পার্লারে একটু বেশি কড়ি ফেললেই ম্যাসাজ করবে নাবালিকারা। এমন টোপেই খদ্দের পৌঁছে যেত সেই ম্যাসাজ পার্লারে। অর্থাৎ ম্যাসাজ পার্লারের নামে মধুচক্র। ঘটনায় দুই কিশোরী নাবালিকাকে উদ্ধার করলেন লালবাজারের গোয়েন্দারা। এছাড়াও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের এই ম্যাসেজ পার্লার থেকে উদ্ধার করা হয়েছে আরও চার সাবালিকা তরুণীকেও।
পুলিশ জানিয়েছে, এই ম্যাসাজ পার্লার তথা মধুচক্র থেকে ধৃত চক্রের দুই মাথারা হচ্ছে পূর্ব কলকাতার নারকেলডাঙার বাসিন্দা বিন্দেশ্বর ঠাকুর ও উত্তর শহরতলির কামারহাটির বাসিন্দা শাহনওয়াজ হোসেন ওরফে নিখিল। তাদের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। তারা বিভিন্নভাবে রাস্তায় পোস্টার দিয়ে বিজ্ঞাপন দিত। এ ছাড়াও এজেন্টের মাধ্যমেও ম্যাসাজ পার্লারে আসতে ইচ্ছুক, এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করত। একই সঙ্গে তারা চাকরির টোপ দিয়ে কলকাতা ও তার আশপাশের অঞ্চল থেকে নাবালিকা ও তরুণীদের নিয়ে আসত ম্যাসাজ পার্লারে। এখানে তাদের যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হত। বিজ্ঞাপনে যে খদ্দেররা সাড়া দিত, তাদের রাজাবাজার বা শিয়ালদহে আসতে বলা হত। সেখান থেকে রাজাবাজার হয়ে রাজা রামমোহন রায় রোডের ওই ম্যাসাজ পার্লারে নিয়ে যাওয়া হত।