কলকাতা, ৮ অক্টোবর : উত্তরবঙ্গে যা ঘটেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, বুধবার এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেছেন, "বিজেপির বিশ্লেষণ করা উচিত কেন তাঁদের সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে এই ক্ষোভ। কেন জনগণ তাঁদের উপর ক্ষুব্ধ?। আমরা এর (বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার) নিন্দা জানাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুর সঙ্গে দেখা করে হামলার নিন্দা করেছেন। আগরতলায় আমাদের রাজ্য অফিসে ভাঙচুর করা হয়েছে। পুলিশ সেখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু তাঁরা কিছুই করেনি। তৃণমূলের একটি দল সেখানে যাচ্ছে, সবাই জানে কে আমাদের রাজ্য অফিসে ভাঙচুর করেছে। আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাকে দেখাবো বিজেপি সেখানে গণতন্ত্রের সঙ্গে কী করেছে।"