kolkata

2 hours ago

Dilip Ghosh: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৭ অক্টোবর : গতকাল উত্তরবঙ্গে ত্রাণ বিলির সময় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, "উত্তরবঙ্গে বন্যার জন্য মানুষ দুর্ভোগে পড়ছে। মমতা সরকারের কোথাও কোনও উপস্থিতি নেই, আমাদের সাংসদ, বিধায়ক, নেতারা প্রথম দিন থেকেই সেখানে মানুষকে সাহায্য করে আসছেন, ফেরার পথে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল, তাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল। কে এটা করছে? এই রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমরা এটা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছেন এবং এখানে হিংসা সৃষ্টি করে নির্বাচনে জিতছেন। বাংলায় এসআইআর না থাকলে আইনশৃঙ্খলার উন্নতি হবে না, এখানে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হচ্ছে।"

You might also like!